priyanka chopra Makeup

প্রিয়াঙ্কার একদিনের সাজে খরচ কোটি টাকা!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস-২০১৯ প্রদানের জমজমাট আসর বসেছিলো। এখানে লালগালিচায় হেঁটেছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস। অন্যরকম এক পোশাক পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নায়িকা। সবাইকে তাক লাগিয়েছিল তার সাজ-সজ্জা।

চোখ কপালে উঠবে প্রিয়াঙ্কার এই সাজ-সজ্জার খরচ শুনলে। ভারতীয় এক গণমাধ্যম বলছে, প্রায় এক কোটি আশি লাখ রুপির পোশাক আর গয়না পরে নাকি এখানে এসেছিলেন তিনি। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ দুই কোটি ১৯ লাখ টাকার বেশি।

এই অনুষ্ঠানে পারফরম্যান্স চলাকালীন নিক জোনাস তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে দর্শকাসনে চলে আসেন এবং উভয়ে ঠোঁটে ঠোঁট রেখে খানিক ভালোবাসা বিনিময় করে নেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। চলছে পক্ষে-বিপক্ষে সমালোচনা।