পায়ে লিখে জিপিএ-৫ পেয়েছে তামান্না

যশোরের ঝিকরগাছা উপজেলার তামান্না আক্তার নূরা দুই হাত ও একটি পা না থাকলেও এসএসসিতে তার রেজাল্ট দেখে বিস্মিত গোটা দেশ।

একটি পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউপির আলিপুর গ্রামে। তার বাবা রওশন আলী ও মাতা খাদিজা পারভিন শিল্পী।

জিপিএ-৫ পাওয়া প্রসঙ্গে তামান্না বলেন, জিপিএ-৫ পেলেও বাংলায় এ গ্রেড হওয়ায় মন একটু খারাপ। তবে সার্বিক ফলাফলে পরিবারের সবাই বেশ খুশি।

তামান্নার বাবা রওশন আলী বলেন, তামান্নার ফলাফলে বেশ খুশি হলেও বেশ দুশ্চিন্তা রয়েছে। তার স্বপ্ন পূরণের জন্য তাকে কলেজে ভর্তি করতে হবে।

তাদের গ্রামে তেমন ভালো কলেজ বা লেখাপড়ার সুযোগ না থাকায় তাকে একটি ভালো কলেজে ভর্তি করতে হবে। আর সেজন্য তাকে শহরে রাখতে হবে।

তিনি আরও বলেন, তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। কিন্তু মেডিকেল পড়তে প্রচুর ব্যবহারিক কাজ করতে হয়, যেটি তার পক্ষে প্রায় সম্ভব নয়। তাই সে এখন লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হতে চায়।

শেয়ার করুন: