নামাজ ঘরকে বানানো হল ভোট কেন্দ্র!

ময়মনসিংহ সিটিকরপেরশন নির্বাচনে মাদ্রাসার নামাজ ঘরে ভোট কেন্দ্র করা হয়েছে। নগরীর ১২ নাম্বার আকুয়া জুবলি কোয়ার্টারে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় নামাজ ঘরে ভোট কেন্দ্রটিতে স্থাপন করা হয়েছে।

স্থানীয় মুসল্লিরা বলেন, নামাজের স্থানে ভোট দেয়াটা বিব্রতকর। নামাজ ঘরে ভোট কেন্দ্র হওয়ায় সারাদিন অন্য মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে।

নামাজ ঘরের খাদেম মোহাম্মদ রুকুনুজ্জামান জানান, নামাজঘরটিতে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। তবে নির্বাচনের দিন নামাজ বন্ধ থাকবে। ইমাম সাহেব ছুটিতে আছেন।

মাদ্রাসার নামাজ ঘরে ভোট কেন্দ্র হওয়ায় বিপাকে পড়েছেন ৬ নারী আনসার সদস্য। ভোটের আগের রাতে তাদের কেন্দ্রে পাঠানো হয়েছে। সাধারণত রাতে কেন্দ্রে অবস্থান করে।

তবে এই কেন্দ্রটি নামাজের স্থান হওয়ায় রাতে থাকার থাকার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন বলে তারা।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম জানান, এই কেন্দ্রে শুধু নারীরা ভোট দিবেন। এখানে ১৫৯৮টি ভোট রয়েছে। সড়কের পাশে ভোটকেন্দ্রটির সামনে ভোটারদের দাঁড়ানোর কোন স্থান নেই। তাই সড়ক বন্ধ করে লাইনের ব্যাবস্থা করা হবে।

শেয়ার করুন: