ঘূর্ণিঝড় ‘ফণী’ থেকে বাঁচতে তওবা-ইস্তেগফার করুন: চরমোনাই পীর

ঘূর্ণিঝড় ‘ফণী’র কবল থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা-ইস্তেগফার করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দেশবাসীর প্রতি একই বার্তা দিয়েছেন দলটির মহাসচিব খুলনার পীর সাহেব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

বৃহস্পতিবার (২ মে) এক যৌথবিবৃতিতে তারা বেশি বেশি দোয়ার করারও আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ‘জলে ও স্থলে যত বিপর্যয় তা আমাদের হাতের কামাই। তাই তওবা করে ইসলামে ফিরে আসতে হবে। কুরআন-সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিলে আরও ভয়াবহ বিপর্যয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

বিবৃতিতে দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও মাওলানা ইউনুছ আহমাদ।

শেয়ার করুন: