শন (Sunn) এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Crotaleria juncea। বর্ষাকালে এই গাছে ফুল হয়। মাঝারি উচ্চতা বিশিষ্ট ও ফিকে সবুজ রংয়ের একটি দ্রুতবর্ধনশীল শস্য।
অল্প সময়েই গাছ পূর্ণতা প্রাপ্ত হয় এবং তাতে বড় বড় হলুদ রংয়ের ফুল ধরে। শন গাছের আঁশ থেকে উৎকৃষ্ট মানের দড়ি ও ভালো সবুজ সার হয়। শন গাছ বাংলাদেশ ও ভারতে বেশ ভালো জন্মে। শন গাছের ফল,ফুল ও বীজ নানাপ্রকার ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।
শনের উপকারিতা: ১। অজীর্ণ হলে শন গাছের মূল নিয়ে ভালোভাবে বেটে নিয়ে পানি দিয়ে সেদ্ধ করে এই পানি প্রতিদিন একবার করে সেবন করলে উপকার হয়। ২। শনের বীজ পানিতে ভিজিয়ে রেখে থেঁতো করে পানি দিয়ে সেদ্ধ করুন। এই ক্বাথ সকাল বিকাল সেবন করলে বাতের ব্যথা ভালো হয়। ৩। শনপাতা চন্দনের মতো করে বেটে গায়ে ২ ঘন্টা মেখে গোসল করলে উপকার চর্মরোগ ভালো হয়। ৪। ফোঁড়া হলে শনের বীজ সেদ্ধ করে প্রতিদিন খালি পেটে খেলে ফোঁড়ার উপকার পাওয়া যায়।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.