‘সম্পত্তি সমান ভাগের নামে কোরআনের আইন পরিবর্তন করলে ছাড় নেই’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সম্পত্তিতে নারী-পুরুষের সমান ভাগ নিশ্চিতকরণের নামে কোরআনের আইন পরিবর্তনের পাঁয়তারা করলে তাদের ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, ‘শরিয়তের আইন পরিবর্তনের সাহস দেখালে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

বুধবার (১ মে) সকাল ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে মহান মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর শাখা আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘সরকার নাস্তিক-মুরতাদদের চক্রান্তে পা দিয়ে কোরআনের আইন পরিবর্তনের পাঁয়তারা করছে। এ ধরনের সাহস দেখালে ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানরা নীরবে বসে থাকবে না। নাস্তিক-মুরতাদগিরি দেখালে এ দেশ থেকে বের হয়ে দেখাও।

এ দেশ মুসলমানদের দেশ, ৯২ ভাগ মুসলমানের দেশ। এ দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ তিনি বলেন, ‘ইসলাম নারীদের সমান অধিকার নয়, অগ্রাধিকার দিয়েছে। নারীদের অধিকার দিতে চাইলে কোরআন বর্ণিত নীতি বাস্তবায়ন করুন।’

শেয়ার করুন: