স্কাইপে

‘স্কাইপে বন্ধ করা হয়নি’

বিটিআরসির পক্ষ থেকে স্কাইপে বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক। একটি টেলিভিশনের অনুষ্ঠানে সোমবার রাত ১২টায় উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিটিআরসির পক্ষ থেকে এটি বন্ধ করা হয়নি। অন্য কোনো কারণে স্কাইপে বন্ধ হতে পারে।

এ সময় উপস্থাপিকা সঠিক কারণ জানতে বিটিআরসির কোনো কর্মকর্তাকে তাদের সঙ্গে স্কাইপে যোগাযোগ স্থাপন করতে বলতে পারেন কি না- প্রশ্ন করলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এত রাতে কাউকে পাওয়া যাবে না। উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘বিটিআরসি স্কাইপে বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্কাইপ সেবা বন্ধ করে দিয়ে এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো বিটিআরসি।’

শেয়ার করুন: