দীর্ঘ ১২ বছর পর মুখোমুখি হলেন তারেক জিয়া এবং জহির উদ্দিন স্বপন। স্বপনকে দেখেই হেসে উঠলেন তারেক। জিজ্ঞেস করলেন, ‘কি আশ্চর্য আপনি মন্ত্রী হননি?’ আচমকা এই কথায় একটু লজ্জায় পড়েন স্বপন। এরপর জহির উদ্দিন স্বপন অতীতের ভুলের জন্য তারেকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আজ দুপুরে জহির উদ্দিন স্বপন গুলশানে বিএনপির মনোনয়ন বোর্ডের সামনে বসেছিলেন সাক্ষাৎকার দিতে।
একসময় তুমুল বামপন্থী এই ছাত্র নেতা ছাত্র মৈত্রী করতেন। তারেকের আগ্রহেই তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে তিনি বরিশালের একটি আসন থেকে বিএনপির টিকিটে এমপিও হয়ে যান। এসময় হাওয়া ভবনের লোক হিসেবেই পরিচিতি পান স্বপন। কিন্তু ওয়ান-ইলেভেনের পর জহির উদ্দিন স্বপন পুরো উল্টে যান। হয়ে যান সংস্কারপন্থী। এসময় স্বপন তারেক আর খালেদাকে রাজনীতি থেকে হটানোর পক্ষে জোরালো বক্তব্য রাখা শুরু করেন।
তারেক ঘনিষ্ঠরা বলেন, মন্ত্রী হতে না পারার ক্ষোভেই স্বপন সংস্কারপন্থী হয়েছিলেন। সম্প্রতি তিনি সহ আরও অনেক বহিস্কৃত সংস্কারপন্থী বিএনপিতে ফিরেছেন। আজ এক যুগ পর তারেকের মুখোমুখি হলেন জহির উদ্দিন স্বপন।