গণফোরাম

গণফোরামে যোগ দিলেন অবসরপ্রাপ্ত ১০ সেনা কর্মকর্তা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণফোরামে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত ১০ সেনা কর্মকর্তা। সোমবার (১৯ নভেম্বর) বিকেলে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। যোগদানকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফট্যানেন্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফট্যানেন্ট কর্নেল (অব.) অধ্যাপক শেখ আকরাম আলী, লেফট্যানেন্ট কর্নেল (অব.) মো. শহীদুল্লাহ প্রমুখ। তবে বাকিদের নাম এখনো জানা যায়নি।

যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ। সুব্রত চৌধুরী বলেন, দেশের কঠিন এ সময়ে দলকে আরও শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তারা যোগ দিয়েছেন।

শেয়ার করুন: