বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ৩টার দিকে সেখানে হঠাৎ করে পুলিশ সদস্যের উপস্থিতি বেড়ে যায়। পরে তারা বাড়িটি ঘিরে রাখে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এদিকে, রোববার মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় দায়ের তিনটি মামলায় তারা এ জামিন পান। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আব্বাস দম্পতি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।