সোহেল তাজ
সোহেল তাজ

নির্বাচন করছেন না সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না। জানা গেছে, তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং নৌকার হয়ে প্রচারণা চালাবেন। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব আবু কাউছার।

সম্প্রতি সোহেল তাজ তার এক বক্তব্যে বলেছেন, আমি আছি, থাকব। রাজনীতি না করলেও আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও আমার পিতা তাজউদ্দীনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব। । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। সেই ধারাকে ধরে রাখতে আমরা নৌকায় ভোট দেব।

সোহেল তাজ ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। পরে একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে সোহেল তাজ।

শেয়ার করুন: