তারেক রহমান
তারেক রহমান

তারেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আ’লীগের লিখিত অভিযোগ

বিএনপির মনোনয়ন বোর্ডে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছে আওয়ামী লীগ। রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লে. কর্নেল মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্টি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে এই লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ জমা দেয়া শেষে ফারুখ খান সাংবাদিকদের জানান, তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (১৮ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। সেখানে তারেক জিয়া মনোনয়ন প্রত্যাশীদের ভিডিও সাক্ষাৎকার নিয়েছেন।

এরআগে দুপুরে সচিবালয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ও পলাতক একজন আসামি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আমি জাতির কাছে বলতে এখন পারি, একজন দণ্ডিত পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কিনা? জাতির কাছে আমি এর বিচার চাইছি। নির্বাচন কমিশনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি।

দুটি মামলায় দণ্ডিত পলাতক এরকম কেউ এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কিনা- আমি সেটি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি।

শেয়ার করুন: