বিএনপি

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। আজ রোববার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় সাক্ষাৎকার। প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে দলটি। প্রথমে পঞ্চগড়-১ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে শুরু হয়। প্রার্থীরা আসলেও দলীয় সিদ্ধান্তের কারণে সমর্থকদের নিয়ে আসতে পারেনি

এ বিষয়ে জানতে চাইলে এক প্রার্থী জানান, সরকারের দমন পীড়নের কারণে দল এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই কোন সমর্থক নিয়ে আসিনি। দল যেটা ভালো মনে করেছে সে সিদ্ধান্তই নিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়ন পাওয়ায় ক্ষেত্রে আমি শতভাগ নিশ্চিত। বিগত দিনে আমার দলের জন্য আমার যে ত্যাগ আশা করছি দল সেটা বিবেচনা করবে।

শেয়ার করুন: