বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ নম্বরি হলেও আমরা বয়কট করবো না। একবার নির্বাচন বয়কট করে জাতিকে খেসারত দিতে হয়েছে।’ আজ শনিবার সুপ্রিম কোর্ট চত্বরে ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ আয়োজিত আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের পর সুপ্রিম কোর্টে এ নিয়ে একটা মামলা হয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে তাঁরা কোর্টে বলেছিলেন যে, এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন। দ্রুত সময়ের মধ্যে আমরা একটি নির্বাচন দেব। দ্রুত সময় মানে কি পাঁচ বছর? দ্রুত সময় যদি পাঁচ বছর হয়, বাংলা অভিধান পরিবর্তন করা প্রয়োজন।’
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দারসহ আরও অনেকে।