রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির অনুরোধ, প্রধানমন্ত্রীর না

রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুরোধ উপেক্ষা করলেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ–২ আসনের মনোনয়ন নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ঐ আসনে তিনি (রাষ্ট্রপতি) তাঁর আরেক ছেলেকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন। রাষ্ট্রপতির এক ছেলে কিশোরগঞ্জ–৪ আসনের এমপি। এখন তিনি কিশোরগঞ্জ–২ আসনেও তার অন্য ছেলের মনোনয়নের জন্য তদবির করেন। কিশোরগঞ্জ-২ আসনে বর্তমান এমপি সোহরাব উদ্দিন।

তাঁর বিরুদ্ধে ৭১ এর যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ ঐ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী। কিন্তু নূর মোহাম্মদের বাবা আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। এ কারণেই রাষ্ট্রপতি তাঁর মনোনয়নের বিরোধিতা করছেন। এই আসনে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হকও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। রাষ্ট্রপতির আপত্তির মুখে নূর মোহাম্মদ যদি শেষ পর্যন্ত বাদ পড়েন, সেক্ষেত্রে ডা. দ্বীন মোহাম্মদের সম্ভাবনা বেড়ে যেতে পারে।

শেয়ার করুন: