মাহবুব উদ্দিন খোকন
মাহবুব উদ্দিন খোকন

বিটিভিতে সব দলের সমান সুযোগ দিতে হবে: মাহবুব উদ্দিন খোকন

বর্তমানে বিটিভি নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকলেও আওয়ামী লীগের মন্ত্রীদের উন্নয়নের কমকাণ্ড প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বলেছেন, বিটিভিতে খবর প্রচারে সব দলের সমান সুযোগ দিতে হবে। শনিবার (১৭ নভেম্বর) সকালে সুপ্রিমকোট প্রাঙ্গণে জাতীয় আইনজীবি ঐক্যফ্রন্টের মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

এসময়, বিটিভিতে খবর প্রচারে সব দলের সমান সুযোগ দিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। এক দলকে বেশি সুযোগ দিলে বিটিভি কমকর্তাদের অপসারণ করতে বলেন আইনজীবী ঐক্যফ্রন্টের এ নেতা।

সভায় উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও জাতীয় আইনজীবি ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন এবং গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। সভায় ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।

শেয়ার করুন: