বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হলে তাদের আটক করা হয়।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে আটকের পর গ্রেফতার দেখানো হয়েছে। একই সময়ে সঙ্গীতশিল্পী বেবী নাজনীনকে আটক করা হলেও তাকে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, নিপুণ রায়কে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে বেবী নাজনীনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেনে বেবী নাজনীন ও নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলেনে রুহুল কবির রিজভী জানান, গতকাল নয়াপল্টনে পুলিশের গাড়ি পোড়ানো মামলায় নিপুণ রায় চৌধুরীসহ দলের অনেককে আসামি করা হয়েছে।