ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির খেলা অনিশ্চিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তিনি এ কথা জানান। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার খেলা নিশ্চিত নয়, তবে ২০১৯ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলবে মাশরাফি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। যে কারণে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র কিনেছেন তিনি। নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন মাশরাফি।

উল্লেখ্য, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ দল। বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌছার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

আগামী সিরিজ ২২ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। ১৮ নভেম্বর শুরু হবে প্রস্তুতি ম্যাচটি।

প্রথম টেস্টে শেষে ৩০ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৯ ও ১১ ডিসেম্বর ঢাকায় প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। এরপর ১৪ ডিসেম্বর সিলেটে খেলবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

১৭, ২০ ও ২২ ডিসেম্বর ক্যারিবীয়দের সঙ্গে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। প্রথম ম্যাচটি হবে সিলেটে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

শেয়ার করুন: