চিতাবাঘ
চিতাবাঘ

সচিবালয়ে চিতাবাঘ

আচমকাই সিসিটিভির পর্দায় চোখ যেতে চমকে ওঠেন এক নিরাপত্তাকর্মী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বন্ধ দরজার তলা দিয়ে গলে সচিবালয়ের ক্যাম্পাসে ঢুকছে একটি চিতাবাঘ। সিসিটিভির ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেই ভিডিও দেখে আঁতকে ওঠেন অনেক মন্ত্রী-আমলারাও। চিতার খোঁজে তল্লাশি শুরু করেছেন বন অধিদফতরের কর্মীরা। গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। কোনও কর্মী বা নেতা-মন্ত্রীদের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।

প্রশাসনিক সদর দফতর সচিবালয়ে মন্ত্রী-আমলাদের উপস্থিতি থাকার কারণে সেখানে নেওয়া হয় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা। সেই চৌকস নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সোমবার (১২ নভেম্বর) এ ধরণের ঘটনায় অবাক হয়েছেন সবাই। এ ঘটনা ভারতের গান্ধীনগরে গুজরাট সরকারের সচিবালয়ে। খবর পেয়েই বন অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তারা পৌঁছানোর আগেই গা ঢাকা দেয় চিতাবাঘটি। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বন অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত খাবারের টানেই লোকালয়ে চলে আসে চিতাবাঘটি।

বন অধিদফতরের কর্মীরা গোটা বিধানসভা চত্বরে কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছেন বাঘটি ধরতে। আনাচে-কানাচে চিতা বাঘের খোঁজ চালাচ্ছেন। তবে পায়ের ছাপ দেখে বা অন্য কোনও সূত্র থেকে তারা নিশ্চিত করে বলতে পারেননি, চিতাবাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে, নাকি এখনও সচিবালয় চত্বরেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে।

শেয়ার করুন: