কী সাংঘাতিক! ১২ টাকার ইনজেকশন বিক্রি হচ্ছে ১২শ টাকায়!

ফার্মেসি বলতে আমরা বুঝি সেই কেন্দ্রকে, যেখানে ওষুধ ব্যবসার পাশাপাশি মানবতার সেবা দেয়া হয়। কিন্তু যে ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা, সেটি যদি ১২শ টাকায় বিক্রি করা হয়, তাহলে দরিদ্র রোগীরা কী সেবা পাবে, ভাবা যায়! অথচ ফেনীতে কিছু ফার্মেসির বিরুদ্ধে এমনই অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার (১১ নভেম্বর) দুপুরে ফেনী সদর হাসপাতালের পাশে ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১২ টাকা দামের ইনজেকশন ১২শ টাকায় বিক্রি করার অপরাধে তিন ফার্মেসি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকান তিনটি হলো- মুন্সির হাট, বৈশাখী ও মডেল ফার্মেসি।

অভিযান পরিচালনা শেষে জেলা প্রশাসকের সহকারী কমিশনার সুলতানা রাজিয়া বলেন, অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির কারণে তিনটি ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন: