নির্বাচন

ভোটার প্রতি সর্বোচ্চ খরচ ১০ টাকা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রতি সর্বোচ্চ খরচ ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে একজন প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ২৫ লাখ টাকা বহাল রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরপিওর ৪৪বি(৩) অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটার প্রতি নির্বাচনি ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হলো। তবে শর্ত হলো যে, উক্ত নির্বাচনি এলাকার ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না।

এদিকে, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের ভোটার সংখ্যা চূড়ান্ত করেছে ইসি। এ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ। এতে দেখা যায়, আসন প্রতি গড় ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৩০১ জন।

সবচেয়ে বেশি ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন ভোটার রয়েছে ঢাকা-১৯ আসনে। আর সবচেয়ে কম ১ লাখ ৭৮ হাজার ৭৮৫ জন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে।

শেয়ার করুন: