ফখরুল
ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগী

‘বল সরকারের কোর্টে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকবে কিনা সে ব্যাপারে সকল দায়-দায়িত্ব সরকারের।

আজ বুধবার বেলা চারটার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ড. কামাল হোসেন বলেন, ‘বল সরকারের কোর্টে। আমরা তো এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি।’ ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা হলেও সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র মির্জা ফখরুলকেই বেশি কথা বলতে দেখা যায়।

সংলাপে সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সন্তুষ্ট-অসন্তুষ্টের কথা এখন বলতে চাচ্ছি না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সন্তোষ আদায় করবো।’ সংলাপে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে জোরেসোরে আলোচনা হয়েছে জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘আমরা বলেছি খালেদা জিয়া তো আইনিভাবে জামিন পাওয়ার যোগ্য।’

নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলেও আগামীতে সীমিত পরিসরে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আগামী বৃহস্পতিবার রাজশাহীর উদ্দেশ্যে লংমার্চ এবং পরশুদিন রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভা অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়।

শেয়ার করুন: