মন্ত্রিসভায় থাকল ৪৮, অনির্বাচিত আসতে পারবেন ৪ জন

টেকনোক্র্যাট মন্ত্রী ইয়াফেস ওসমান, মোস্তাফা জব্বার, মতিউর রহমান ও নূরুল ইসলাম বিএসসিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। একই সঙ্গে আজই জানা গেল ৭ নভেম্বর পর্যন্ত সংলাপ শেষে পরদিন ৮ নভেম্বর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষজ্ঞরা বলছেন, চার টেকনোক্রাট মন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভায় থাকল ৪৮ জন। নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার প্রতি ১০ জন সদস্যের বিপরীতে একজন অনির্বাচিত থাকতে পারেন।

এই হিসেবে বর্তমানে মন্ত্রিসভায় ৪ জন অনির্বাচিতের স্থান খালি হলো। ধারণা করা হচ্ছে, সংলাপ শেষে জোট এবং রাজনৈতিক দলগুলো থেকে মন্ত্রিসভায় ৪ অনির্বাচিতের শূন্যস্থান পূরণ করা হতে পারে।

আর কাঁরা অনির্বাচিত হয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভায় থাকছেন সেই ঘোষণা আসতে পারে ৮ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে দুজন, বিকল্পধারা থেকে একজন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে একজন বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে আসতে পারেন।

শেয়ার করুন: