শাশুড়ি-বউমার সম্পর্কের সমীকরণ আজও কেউ সমাধান করতে পারেননি। শাশুড়ি-বউমার মধ্যে বনিবনা না হওয়ার ঘটনা কিছু নতুন নয়। কিন্তু চাইলেই তাঁর ‘মেয়ে’ হয়ে ওঠা যায়। তার জন্য প্রায়ই শাশুড়িকে এই ৯টি কথা বলুন।
১. শাশুড়িকে বলুন যে আপনি তাঁর ছেলেকে কতটা ভালবাসেন। কিন্তু শাশুড়ির থেকেও আপনি বেশি ভালবাসেন— এমন কখনই বোঝাবেন না। ২. শাশুড়িকে কথায় কথায় বোঝান, আপনি তাঁর জায়গা দখল করতে আসেননি। ছেলের জীবনে আগেও তিনি যেমন ছিলেন, সব সময়েই তাই থাকবেন।
৩. শাশুড়িকে প্রায়ই বলুন, আপনি তাঁকে কতটা সম্মান করেন। আপনার স্বামীকে যেভাবে তিনি মানুষ করেছেন, তার কদর করুন। ৪. শাশুড়িকে কখনওই দেখাবেন না যে, আপনি তাঁর থেকেও বেশি জানেন সব বিষয়ে। বরং তাঁকে আপনার কতটা প্রয়োজন সেটা কথায় বুঝিয়ে দিন। ৫. মতের অমিল হতেই পারে। কিন্তু তা বলে শাশুড়ির প্রতি আপনার সম্মান যে কমবে না, তা বুঝিয়ে দিন।
৬. বুঝিয়ে দিন, আপনারও ভুল হতে পারে। তাঁর ছেলের ভুলগুলিও যেমন তিনি মেনে নেন, আপনার ভুলগুলিও যাতে ছোট ভেবে মেনে নেন। ৭. আপনি মানুষ হিসেবে কতটা ভরসার যোগ্য, তা কথায় ও কাজে বোঝাতে থাকুন। ৮. শাশুড়ি যেভাবে তাঁর সন্তানদের মানুষ করেছেন, আপনি সেভাবে সন্তানদের মানুষ না-ই করতে পারেন। কিন্তু তা-ও তাঁর থেকে পরামর্শ নিতে থাকুন।
৯. শাশুড়িকে বলুন নিজের সন্তান না হলেও, আপনি তাঁকে মায়ের মতোই সম্মান করেন। এই পরিবারকে আপনি কতটা নিজের করে নিয়েছেন, তা বলুন।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.