এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বপালন করবেন। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিনের বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রোববার শেখ হাসিনাকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। ওই চিঠিতে ছোট পরিসরে ফের সংলাপের জন্য অনুরোধ করা হবে। এদিকে শনিবার ড. কামাল হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন।