ঐক্যফ্রন্ট

সংলাপে ১৭ পদের খাবার দিয়ে আপ্যায়ন! যা যা ছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ ধরনের খাবার দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আপ্যায়িত করবেন। ড. কামাল হোসেনের বিশেষ পছন্দ চিজ কেক। কামাল হোসেনের পছন্দের এ চিজ কেক আনা হচ্ছে হোটেল র‌্যাডিসন থেকে।

জানা যায়, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনায় আজকের খাবারের তালিকায় থাকছে পিয়ারু সর্দারের মোরগ পোলাও, চিতল মাছের কোপ্তা, রুই মাছের দো-পেঁয়াজা, চিকেন ইরানি কাবাব, বাটার নান, মাটন রেজালা, বিফ শিক কাবাব, মাল্টা, আনারস, জলপাই ও তরমুজের ফ্রেশ জুস,

চিংড়ি ছাড়া টক-মিষ্টি স্বাদের কর্ন স্যুপ, চিংড়ি ছাড়া মিক্সড নুডলস, মিক্সড সবজি, সাদা ভাত, টক ও মিষ্টি উভয় ধরনের দই, মিক্সড সালাদ, কোক ক্যান এবং চা ও কফি।

গণভবনে আজ সন্ধ্যা সাতটায় এই সংলাপ শুরু এই সংবাদ লেখা পর্যন্ত চলছে। সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে, তা সবাই দেখতে পাচ্ছেন। এখন সবাই মিলে দেশটাকে গড়তে হবে।

শেয়ার করুন: