ড. কামাল

‘অন্য দেশে কী হয়?’ ড. কামালকে প্রধানমন্ত্রীর প্রশ্ন

সংলাপের এক পর্যায়ে সংসদ ভেঙে দেওয়া, সুষ্ঠু নির্বাচন ও প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেন, পৃথিবীর অন্যান্য দেশ, যেখানে সংসদীয় গণতন্ত্র আছে সেখানে নির্বাচন কীভাবে হয়?

প্রধানমন্ত্রী ড. কামালকে বলেন, আপনি তো সংবিধান বিশেষজ্ঞ। আমি যতদূর জানি, ভারতে যখন নির্বাচন হবে, তখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন।

ব্রিটেনে যখন নির্বাচন হবে, তখন দেশটির বর্তমান প্রধানমন্ত্রীই দায়িত্ব পালন করবেন। অন্য সংসদীয় গণতন্ত্রে যে পদ্ধতিতে নির্বাচন হয়। বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত কিনা?

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সংলাপ রাত ১০ টার দিকেও সংলাপ চলছিল।

শেয়ার করুন: