প্রিন্স সালমানের স্থলাভিষিক্ত হচ্ছেন আবদেল!

স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে স্বদেশে ফিরেছেন সৌদি আরবের যুবরাজ আহমেদ বিন আবদেল আজিজ।যুবরাজ আবদেলের এই দেশে ফিরে আসার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্থলাভিষিক্ত হতে পারেন।

প্রিন্স আহমেদ বিন আবদেল আজিজ এতদিন স্বেচ্ছা-নির্বাসনে লন্ডনে অবস্থান করছিলেন।পশ্চিমা বিশ্লেষকদের অভিমত, তিনিই এখন সৌদি যুবরাজ মোহাম্মদের জায়গা নিতে পারেন।

কী শর্তে তিনি ফিরে এসেছেন তা জানা যায়নি।তবে মনে করা হচ্ছে, নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা পেয়েই তিনি দেশে ফিরেছেন। সৌদি রাজপরিবারের সূত্র থেকেই যুবরাজ আবদেলের দেশে ফিরে আসার খবর জানানো হয়েছে। এ থেকে আভাস পাওয়া যায়, সৌদিতে এখন প্রিন্স মোহাম্মদের ভবিষ্যৎ দোলাচলে রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হন। এই হত্যাকাণ্ডের কারণে চাপের মুখে রয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক ছিলেন খাশোগি।

শেয়ার করুন: