ড. কামাল

ড. কামালকে চিঠি দিয়ে যা বললেন আবদুস সোবহান গোলাপ

১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন। সংলাপের আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে আনুষ্ঠানিক চিঠি দেয় আওয়ামী লীগ।

সকাল সাড়ে ৭টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় আওয়ামী লীগের চিঠি নিয়ে যান দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। এর পর বাইরে এসে ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ‘গত রোববার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সংলাপে বসার দাবিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন।

সেই চিঠি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি গ্রহণ করি। সে আলোকে আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে জাতীয় ঐক্যের নেতাদের সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সে চিঠিটিও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি সরাসরি ড. কামাল হোসেনের বাসায় গিয়ে তার হাতে দিয়ে আসি। ’

সংবিধানসম্মত আলোচনার জন্য এই সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান আবদুস সোবহান গোলাপ। বিষয়টি নিশ্চিত করে গণফোরামের কেন্দ্রীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল চিঠি নিয়ে ড. কামালের হোসেনের বাসায় এসেছিলো। চিঠিটি ড. কামাল হোসেন নিজেই গ্রহণ করেছেন। সংলাপে কারা যাবেন ঐক্যফ্রন্টের মঙ্গলবারের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু আমাদের সময়কে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসার জন্য চিঠি পেয়েছি।’

শেয়ার করুন: