পোড়া মবিলের পর এবার কান ধরে উঠবস!

সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন ২০১৮’র বিভিন্ন ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত চলবে। আজ দ্বিতীয় দিনের মত ধর্মঘট চলছে।

ধর্মঘটের দ্বিতীয় দিনে চালকদের মারধর ও মুখে পোড়া মবিল মাখানোর পর এবার কান ধরে উঠবস করাচ্ছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার (২৯ অক্টোবর) ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়ায় বিভিন্ন ধরনের ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিএনজি অটোরিকশা, বিভিন্ন ধরনের ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন
যানবাহনের চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করান পরিবহন শ্রমিকরা।

এর আগে ধর্মঘটের প্রথম দিন চালকসহ যাত্রীদের মুখে পোড়া মবিল লাগান শ্রমিকরা। এই মবিল থেকে রেহাই পায়নি স্কুলছাত্রী, সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মুখে পোড়া মবিল লাগান পর ধর্মঘটের দ্বিতীয় দিনে আরও জঘন্য পথ বেছে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। ধর্মঘটে গাড়ি বের করায় তারা ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাচ্ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা পুলিশ কমিশনারকে বলে দিয়েছি, এমন আপত্তিকর ঘটনা যারা ঘটাচ্ছেন, পুলিশ যেন তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়।

শেয়ার করুন: