ইমরান খানের বোন দুবাইয়ে 'বেনামি সম্পত্তির মালিক'

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বোন সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে 'বেনামি সম্পত্তির মালিক' বলে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে।

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টে ওই প্রতিবেদন জমা দেয় জানিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, প্রতিবেদনে ইমরান খানের বোন আলীমা খানম ছাড়াও দেশটির অনেক রাজনীতিক ও সরকারি কর্মকর্তার নাম এসেছে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রতিবেদনে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের অর্থনীতি ও জ্বালানি বিষয়ক মুখপাত্র ফারুখ সালিমের মা, নেতা তাজ আফ্রিদি ও পাকিস্তান পিপলস পার্টির প্রয়াত নেতা মাখদুম আমিন ফাহিমের স্ত্রীর নামও রয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুবাইয়ের আবাসন খাতে পিটিআই নেতা মুমতাজ আহমেদ মুসলিমের মালিকানায় প্রায় ১৬টি সম্পত্তি রয়েছে।

একই খাতে পিপলস পার্টির মন্ত্রী আমিন ফাহিমের বিধবা স্ত্রী ৪টি সম্পত্তির মালিক। এছাড়া পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতা আনোয়ার বেগের স্ত্রী দুবাইয়ে অ্যাপার্টমেন্টের মালিক বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এদের ছাড়াও আরও অনেকের নাম প্রতিবেদনে এসেছে জানিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের প্রত্যেকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন: