সৌদি কনস্যুলেটের ভেতরেই মিললো খাশোগির দেহের টুকরো!

প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের যে কনস্যুলেটে হত্যা করা হয়েছে, সেখানেই তার মরদেহের একটি টুকরো পাওয়া গেছে।

মঙ্গলবার তুরস্কের বামপন্থী এক রাজনীতিবিদের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে তুর্কি সংবাদমাধ্যম। আর তুর্কি সংবাদ মাধ্যমের বরাতে যুক্তরাজ্যের ডেইলি মিরর, নিউ ইয়র্ক পোস্ট এবং স্কাই নিউজও এই খবর দিয়েছে।

ডেইলি মিররের খবরে বলা হয়, কনসুলেটের ভেতরে অবস্থিত সৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগানে খাশোগির মৃতদেহের ওই টুকরোটি পাওয়া গেছে বলে তুর্কি সংবাদ মাধ্যমে খবর এসেছে।

এর আগে তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে দেশটির বামপন্থী দল প্যাট্রিয়াটিক পার্টির নেতা দোগু পারিন্সিক দাবি করে বলেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে গ্রাউন্ডে পড়ে ছিল সাংবাদিক খাশোগির মরদেহের একটি টুকরো। যা ওই কনস্যুলেটরের কর্মকর্তারা দেখতে পেয়েছিলেন।

ওই সাক্ষাৎকারে এর বেশি এ নেতা স্পষ্ট করেননি। এছাড়া সময়টিতে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে কোনো প্রশ্নও করেনি এ বিষয়ে।

তুরস্কের একটি সংবাদমাধ্যমে বলা হয়েছিল, তুর্কি কর্তৃপক্ষ ধারণা করছে, খাশোগির আঙুলগুলো কেটে ফেলার পর ঘাতকরা তাকে কনস্যুলেট ভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান। সেখানে তারা তাকে একটি টেবিলের উপর রেখে দেহ টুকরো টুকরো করে ফেলেন।

২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন খাশোগি। পরে সৌদি স্বীকারোক্তি দিয়ে দাবি করে, কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মারামারিতে প্রাণ হারিয়েছেন খাশোগি।

শেয়ার করুন: