‘কৃত্রিম’ মাংস

প্লাস্টিকের চাল-ডালের পর বাজারে গরুর নকল মাংস

পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ বাড়ছে। বাড়ছে আহারের মুখ। পৃথিবী ব্যাপী মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য উৎপাদনের কৌশল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই এসব খাবার উৎপাদনের ভিডিও ভাইরাল হচ্ছে।

এসব ভিডিওতে কখনো দেখা যাচ্ছে প্লাস্টিকের চাল তৈরি হচ্ছে, কখনো দেখা যাচ্ছে ডিম তৈরি করার অভিনব কায়দা। তবে এবার নেট দুনিয়ায় তোলপাড় তুললো মাংস উৎপাদনের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কারখানায় মাংস উৎপাদন করছেন জনৈক শ্রমিক। ভিডিওটি ইউটিউব চ্যানেলে ‘ফেক বিফ মিট মেড ইন চায়না’ নামে প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন: