বাবার সামনে ছেলের লাশ

প্রায় দুই মাস আগে এক দুপুরে চট্টগ্রাম গিয়ে দেখা করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে। পূর্বপরিচয়ের সূত্র ধরে চলে বিভিন্ন খুনসুটি।

আলাপের একপর্যায়ে মেয়রকে জানান, চট্টগ্রাম নগরের পছন্দনীয় এলাকায় মনের মতো বাড়ি করার স্বপ্ন রয়েছে। বাবাকে এনে রাখবেন সে বাড়িতে। আর ঢাকা থেকে আসা-যাওয়া করবেন।

এক না এক সময় হয়তো আর গান গাওয়া হবে না। তখন অবসর নিয়ে একেবারেই চট্টগ্রামে চলে যাবেন। স্বপ্নটা পূরণ হওয়ার আগেই হুট করে চলে গেল বাচ্চু।

বাবা মোহাম্মদ ইছহাক ছেলে আইয়ুব বাচ্চুর জানাযায় উপস্থিত ছিলেন। বয়সের ভারে চলতে পারেন না। সেই মানুষটা কীভাবে বহন করবে এই শোক! চারদিকে শুধু তাকাচ্ছেন। কাউকে কিছু বলার যেন ভাষা হারিয়ে ফেলেছেন।

শেষ বয়সে এই কষ্ট নেয়া সম্ভব নয়। প্রথমে তাকে জানায়নি পরিবার। কিন্তু শেষ দেখা যদি তাকে না দেখানো যায়। পরিবার হয়তো নিজেদেরই ক্ষমা করতে পারতো না কখনো।

তাইতো আজ ভীড়ের মধ্যেও উপস্থিত হয়েছেন প্রিয় সন্তানকে দেখতে। আইয়ুব বাচ্চুর ছেলে তাজোয়ার আজ বিদেশ থেকে ফিরেছেন। আজ দাদার পাশে তাকেই সবচেয়ে বেশি দেখা গেছে।

শেয়ার করুন: