আইয়ুব বাচ্চু আমাদের চিকিৎসা করার সুযোগও দিল না: ফকির আলমগীর

আইয়ুব বাচ্চু মারা গেছেন তিন দিন হয়ে গেছে। শোকের ছায়া এখনো রয়ে গেছে আত্মীয়, সহকর্মী ও ভক্তদের হৃদয়ে। আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শিল্পী ফকির আলমগীর বলেন, ‘বাচ্চু আমাদের চিকিৎসা করার সুযোগও দিল না’।

গতকাল জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম জানাযা শেষে ফকির আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, ‘আইয়ুব বাচ্চু আমাদের চিকিৎসা করার সুযোগও দিল না। কেমন করে আকস্মিক বিদায় নিয়ে চলে গেলেন! কাউকে কোনো সুযোগ না দিয়ে আকাশে উড়াল দিলেন’।

তিনি আরও বলেন, ‘আইয়ুব বাচ্চু সঙ্গীতে নিবেদিত একজন মহাতারকা। তার চলে যাওয়া একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। যে শূন্যতা বাংলাদেশকে বহুদিন বহন করতে হবে। আর তা পুরন করতে অনেকদিন অপেক্ষাও করতে হবে। শিল্পীদের আরও একটু স্বাস্থ্য সচেতন হতে হবে’।

আজ বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে তার চতুর্থ নামাজে জানাযা। জানাযা শেষে বিকেলে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন উপমহাদেশের এই শ্রেষ্ঠ গিটারিস্ট।

শেয়ার করুন: