আইয়ুব বাচ্চু

শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহ

লাখো ভক্তকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু। তা চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার ভক্তকুল। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর শুনে স্কয়ার হাসপাতালে ভিড় জমান হাজারো ভক্ত। আর শুক্রবার আইয়ুব বাচ্চুর মরদেহ শহীদ মিনারে রাখা হয়েছে। যাতে তার ভক্তরা প্রিয় শিল্পীকে এক নজর দেখতে পারেন।

সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ আনা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় আইয়ুব বাচ্চুর মরদেহ শহীদ মিনারে রাখা হয়েছে। হাজার হাজার ভক্তের পদচারণায় ইতমধ্যেই পূর্ণ হয়ে গেছে শহীদ মিনার চত্বর। কোন ভক্ত এসেছেন ফুল হাতে, আবার কেও অশ্রুসজল নয়নে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ইন্তেকাল করেন আইয়ুব বাচ্চু। স্কয়ার হাসপাতাল কতৃপক্ষ ৯.৫৫ মিনিটে মৃত ঘোষণা করে। আজ বাদ জোহর জাতীয় ইদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল চট্টগ্রামে তার মায়ের পাশে চিরনিদ্রায় ঘুমিয়ে যাবেন তিনি।

শেয়ার করুন: