কথায় বলে ধনই হল লক্ষী। অর্থাৎ ধনসম্পত্তির মধ্যেই মা লক্ষী সর্বদা বিরাজমান। তাই ধনসম্পত্তির প্রতি বাড়তি নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন। আমরা তা করিও বটে। নিজের ধনসম্পত্তির ওপর সবারই বিশেষ লক্ষ্য। লক্ষ্য না রেখেও বা উপায় কী? টাকাপয়সা ছাড়া জজীবনই অচল যে।
আমরা অনেকেই রোজকার টাকাপয়সা ররাখার জন্য নানারকমের ব্যাগ বা ওয়ালেট ব্যবহার করে থাকি। ছেলেদের প্যান্টে আলাদা পকেটই থাকে ওয়ালেট রাখার জন্য। কিন্তু এই ওয়ালেটই আপনার জীবনে চরম বিপদ আনতে পারে।
বিশেষজ্ঞদের মতে পেছনের পকেটে মানিব্যাগ রাখলে এবং সে অবস্থায় দীর্ঘক্ষণ বসে থাকলে পিঠ, ঘাড় নিতম্বে নেতিবাচক প্রভাব পড়ে। শুধু এখানেই শেষে নয়। এরকম দীর্ঘকাল চলতে থাকলে আপনার নার্ভ অকেজো পড়বে এবং পক্ষাঘাতও দেখা যেতে পারে।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.