হলদে-সোনালি রঙের পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা। গ্রামগঞ্জে এটি শূন্যলতা বা অলোকলতা নামেও পরিচিত। নরম, সরু ও মূল-পাতাহীন এই লতার বৈজ্ঞানিক নাম Cuscuta reflexa। ছোট ও মাঝারি উচ্চতার গাছে জড়িয়ে থাকতে দেখা যায় এ লতা।
লিভার (যকৃৎ) দেহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরের বিপাকীয় কার্যাবলী লিভারই সম্পাদন করে। এই অঙ্গ থেকে নিসৃত জারক রসেই খাবার হজম হয়। যাদের লিভার দূর্বল, তাদের পেটে সারাবছর সমস্যা লেগেই থাকে।
আহারের দোষে অনেক ক্ষেত্রে লিভারে একটু ব্যথা বােধ হয়, প্রস্রাবটাও কমে যায়। এই সমস্যা দূর করতে স্বর্ণলতার কোন তুলনা হয়। আসুন তাহলে জেনে নেয়া যাক কীভাবে লিভারের ব্যথা দূর করে স্বর্ণলতাঃ
উপকরণঃ ১। স্বর্ণলতা ১ গ্রাম। ২। পানি পরিমানমত
প্রস্তুত প্রনালী ও ব্যবহার পদ্ধতিঃ ১ গ্রাম করে স্বর্ণলতা বেটে পানিসহ শরবত বানিয়ে নিন। নিয়মিত প্রতিদিন সকাল বেলা এই শরবত পান করলে আপনার লিভারের ব্যথা দূর হয়ে যাবে। নিয়মিত এই শরবত ১মাস খেলে ব্যথা সেরে যাবে।