বিড়াল

বিড়াল কেন মল লুকিয়ে রাখে?

অনেকেই বিড়ালের এ আচরণটির সঙ্গে পরিচিত। বিড়াল মাটিতে বা বালুতে গর্ত করে সেখানে মল ত্যাগ করে। এরপর তা ঢেকে দেয়। বিশেষজ্ঞরা বলেন, বিড়াল তার পদচারণার চিহ্ন লুকাতে চায়। শত্রুরা যেন তার অবস্থানের জায়গা সম্পর্কে জানতে না পারে সেজন্য তারা এ পদক্ষেপ নেয়। এছাড়া উন্মুক্ত মল থেকে গন্ধ ছড়ায় এবং তা তার শক্তিশালী প্রতিপক্ষকে উপস্থিতি জানিয়ে দিতে পারে।

অনেক পোষা বিড়ালই মৃত ইঁদুর ও অন্যান্য প্রাণী বাড়িতে নিয়ে আসে। আর এর কারণ হিসেবে জানা যায়, বিড়ালের জন্মগত শিকারী স্বভাবের কথা। তারা ইঁদুর, পাখি ইত্যাদি ছোট প্রাণী শিকার করে এবং তা বাড়িতে এনে খায় বা তার ছানাদের খাওয়ায়। এখন বিড়াল যদি সে প্রাণীগুলো নাও খায় তার পরেও তা বাড়িতে নিয়ে আসে।

শেয়ার করুন: