বিয়ের পর একজন পুরুষ নতুন সম্পর্কে জড়ায়। তখন স্ত্রীর পরিবারও তার পরিবারের অংশ হয়ে যায়। নতুন জামাই হিসেবে শ্বশুর বাড়িতে বেড়াতে যেতে হয়। আর নতুন অবস্থায় শ্বশুর বাড়ির বিষয়গুলো জামাইয়ের জন্য খুবই স্পর্শকাতর পর্যায়ে থাকে। তাই শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে খুবই সাবধানে পা ফেলতে হয়। কথা বলতে হয় হিসেব কষে। নতুন জামাই হিসেবে শ্বশুরের কিছু কিছু প্রশ্নের উত্তরে খুবই সংবেদনশীলভাবে বলা উচিত। শ্বশরের সঙ্গে কথোপকথনে বেরিয়ে আসতে পারে এমন কিছু ব্যাপার নিয়ে আলোচনা করা গেলো-
মদ পান শ্বশুর মদ্যপায়ী হলেও তিনি পরীক্ষা করার জন্য আপনাকে এ বিষয়ে প্রশ্ন করতে পারেন। এমন ধরনের প্রশ্ন এলে ‘চরিত্রের’ পরীক্ষা হতে পারে। শ্বশুরের সামনে মদ খাওয়ার ব্যাপারটি এড়িয়ে চলাই যুক্তসঙ্গত।
বাড়ি বা ফ্ল্যাট শ্বশুরের বাড়ি বা ফ্ল্যাট ঠিকমতো প্ল্যান করে তৈরি হয়নি বা কোনো খুঁত থাকলেও কথাটি এড়িয়ে যাবেন। মনে রাখবেন, আপনার শ্বশুর-শাশুড়ি বা তার বাবা-মা অনেক কষ্ট করে বাড়িটি তৈরি করেছিলেন বা ফ্ল্যাটটি কিনেছিলেন।
অভিযোগ নিজের স্ত্রীকে নিয়ে কোনো রকম অভিযোগ করা যাবে না। মনে রাখবেন, নিজের মেয়ের প্রতি প্রত্যেক বাবারই স্নেহ অশেষ। মেয়ে সম্পর্কে কোনো খারাপ কথাই বাবা শুনতে চাইবেন না। শ্বশুরের মুখে মেয়ের প্রশংসা শুনলেও আপনার ভিন্ন মতের কথা ভুলেও বলবেন না।
খাবারের স্বাদ খেতে বসে খাবারের স্বাদ নিয়ে কিছু বলবেন না। কারণ জামাইয়ের জন্য সেরা মাছ, সবজি, মিষ্টি নিয়ে আসার চেষ্টা করেন শ্বশুর। তাতে যদি কোনো ত্রুটি দেখেন, মুখ বন্ধ রাখুন। আইটেম কেমন হয়েছে? জানতে চাইলে মন না চাইলেও মিথ্যা কথাই বলুন।
নিজের বেতন নিজের বেতন নিয়ে কখনো সত্য কথা বলতে যাবেন না। যতই উপার্জন করেন না কেন, শ্বশুরের কাছে তা কম মনে হতে পারে। ইনিয়ে-বিনিয়ে একটা ঝাপসা উত্তর দিন।