মিস ওয়ার্ল্ডে প্রশ্ন- H20 মানে কি? সুন্দরির উত্তর শুনলে আপনি অবাক হবেন

কোন রাতে পৃথিবীতে উল্কা পড়ে না?’ এই প্রশ্নটি কড়া হিয়েছিল গত লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগীতায়। এই উত্তর দিয়ে গিয়ে সুন্দরি বলেছিন আমি কমার্সের ছাত্রী!

সুন্দরী ভিমরি খেলেন, সে তো কমার্সের ছাত্রী, বিজ্ঞানের উত্তর দেবে কি করে!

বিজ্ঞানী: শবে- কদরের রাতে (এই মর্মে তিনি কোরআনের আয়াতের তর্জমা এবং তফসিরও করেন)

সুন্দরী লজ্জায় কুকড়ে গেলেন, তিনি একজন মুসলমান হয়ে জানেন না, আর এক মহাবিজ্ঞানী (বাংলাদেশের মডেল ও কোরিওগ্রাফার) হয়েও তা জানেন।

কালপরিক্রমায় ২০১৮ সাল। মহাবিজ্ঞানী আবারো সেই চেয়ারে বসে প্রশ্ন করলেন সোনায় মোড়া সুন্দরীকে,

বিজ্ঞানী: H20 মানে কি?

সুন্দরী: ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে এই নামে…।

প্রথম ঘটনাটি বিচারক ঘটিয়েছিলেন লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগীতায়। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়েছেন গতকাল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- এর মঞ্চে।

মডেল ও অভিনেতা খালেদ সুজন তিনি মিস ওয়ার্ল্ডের বিচারক ছিলেন। তিনি ইদানিং বেশ কিছু প্রতিযোগিতার বিচার করছেন। আর তার এমনসব প্রশ্নে রীতিমতো প্রতিযোগিরা যেমন বিব্রত।

তেমনি দর্শকের হাসির খোড়াক হচ্ছেন। প্রশ্ন না বুঝে প্রশ্ন করলে উত্তর এমন আসা অসম্ভব কিছু না। গতকাল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও করেছেন বেশ সমলোচনা।

প্রশ্ন হওয়া উচিৎ ছিল, H20 কিসের সংকেত? তিনি যে প্রশ্ন করেছেন অনেক দর্শক বলছেন ‘গাধার মত প্রশ্ন করলে উত্তর দেবো কি’।

শেয়ার করুন: