হাঁটু, ঘাড়, কনুই কালো হলে করনীয়!

এই ৩টি জিনিস ব্যবহার করলে ঘাড়, কনুই ও হাঁটুর কালো দাগ থাকবে না

কথায় কথায় আর বিউটি পার্লারে নয়৷ পকেট থেকে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করে বিউটি ট্রিটমেন্টও নয়৷ স্পায়ের মুখে ঝামা ঘঁষে আপনি সহজেই সুন্দর রাখতে পারেন ত্বক৷ রান্নাঘরের কিছু জিনিস দিয়েই সহজেই ঝকঝকে হয়ে উঠতে পারেন এক সপ্তাহেই৷

শুধু চাই তার সঠিক ব্যবহার৷ রান্নাঘরে ব্যবহৃত রোজকার জিনিস দিয়েই সেরে নেওয়া যায় রূপচর্চা৷ আর এই সব ব্যবহারে ত্বকের ক্ষতিও হয় না৷ কেমিক্যাল না থাকায় ত্বক ভালেও থাকে এর নিয়মিত ব্যবহারে৷ চামড়ায় ভাঁজ পড়ছে? সঙ্গে সঙ্গে আমরা বোটোক্স ট্রিটমেন্টের জন্য ছুটছি৷

আবার ত্বকে কালো ছাপ পড়ছে? ব্লিচিং বা ফেয়ারনেস ফেসিয়াল৷ এই সমস্ত ট্রিটমেন্টে বেশিরভাগই ব্যবহার হয়ে থাকে কেমিক্যাল৷ যা ত্বকের ক্ষতি করে সহজেই৷ কিন্তু এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই৷ দাওয়াই রয়েছে আপনার ঘরেই৷

বেকিং সোডা: রান্নাঘরে বেকিং সোডা থাকবেই৷ আর জানেন কি? বেকিং সোডা ত্বকের পক্ষে খুব উপকারী৷ বিশেষ করে ত্বকের কালো ছোপ দূর করতে বেকিং সোডা খুবই কার্যকরী৷ কনুই বা গলার নিচে কালো ছোপ দূর করার জন্য কিছুটা পরিমাণ বেকিং সোডা জলে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন৷ এই পেস্ট ছোপের জায়গায় লাগিয়ে দু’মিনিট রেখে দিন৷ ঠাণ্ডা জলে ধিয়ে নিন ৷ সপ্তাহে দু’দিন এই পেস্ট লাগালে, খুব সহজেই কালো ছোপ দূর হব ৷

আলু: আলু থেঁতো করে কালো ছোপে লাগান৷ আলুর খোসাও লাগাতে পারেন কনুই বা হাঁটুর কালো ছোপে৷ সপ্তাহে দু’দিন করুন৷ দেখবেন খুব সহজেই দূর হবে কালো ছোপ৷

অ্যালোভেরা: কালো ছোপ দূর করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ৷ অ্যালোভেরা শুস্ক ত্বকের ক্ষেত্রে খুবই উপকারী ৷

শেয়ার করুন: