চোখ

মহিলার চোখ থেকে বেরিয়ে এল ৭০ মিলিমিটার লম্বা কৃমি!

অস্ত্রোপচার করে এক মহিলার চোখের ভেতর থেকে ৭০ মিলিমিটার লম্বা কৃমিকে টেনে বের করলেন ডাক্তাররা। ঘটনাটি কেরালার। চোখে জ্বালা ও ব্যথা নিয়ে কেরালার এরনাকুলাম জেনারেল হাসপাতালে আসেন ৫৬ বছরের ললিতা।

পরীক্ষার পর ডাক্তাররা দেখেন, তাঁর চোখের মধ্যে কিছু রয়েছে। এরপর অপারেশন করতেই বেরিয়ে আসে ৭০ মিলিমিটার দীর্ঘ কৃমিটি। ১০ মিনিট ধরে চলে অপারেশনটি। কৃমিটি বের করার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা।

শেয়ার করুন: