সেতুতে ভয়ে কাঁপবে পা, রয়েছে বিপদের হাতছানি

বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতুটি নির্মাণ করেছে চীন। ঝাংজিয়াজি প্রদেশের এই সেতু ৩০০ মিটার উঁচুতে অবস্থিত। সেতুটিতে উঠে মানুষের কী প্রতিক্রিয়া হয়েছে, সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কাঁচ ও ইস্পাতের এই সেতুটির দৈর্ঘ্য ১২৩০ ফুট। আর ৩০০ মিটার উঁচুতে এর অবস্থান। তাই যাদের উচ্চতা ভীতি আছে, বা নেই, তাদের যে কেউ সেখানে গেলে আতঙ্কিত হতে পারেন। কেননা আপনার মনে হতে পারে শূন্যে ভাসছেন আপনি, বা পিছলে পড়ে যাচ্ছেন আপনি। এই সেতু নির্মাণে খরচ হয়েছে ২৬ লাখ মার্কিন ডলার।

চীনের ইউনতাই পাহাড়ে অবস্থিত এই সেতুটি। দর্শনার্থীদের ভয় ভাঙাতে নির্মাণকর্মীরা বড় হাতুড়ি দিয়ে বার বার আঘাত করেন সেতুটিতে। এমনকি গাড়িও চালিয়ে নেওয়া হয়। লক্ষ্য এটাই প্রমাণ করা মানুষের হাঁটাচলায় ভাঙবে না সেতু। সেতুটি চীনের এক ন্যাশনাল পার্কে ভিতর অবস্থিত।

কর্তৃপক্ষ দাবি করেছে, এটিই পৃথিবীর সর্বোচ্চ ও সবচেয়ে বড় কাঁচের সেতু। ব্রিজে উঠে দর্শনার্থীদের ভয় পাওয়ার ভিডিওটি ফেসবুকে কয়েক কোটি মানুষ দেখেছে। শেয়ারও করেছে প্রচুর।

শেয়ার করুন: