হালিমা ইয়াকুব
হালিমা ইয়াকুব

ফুটপাতের খাবার বিক্রেতা থেকে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি!

সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতির নাম হালিমা ইয়াকোব। ভারতীয় বংশোদ্ভূত মুসলিম বাবা এবং মালয় মায়ের সন্তান হালিমার জন্ম ১৯৫৪ সালে। ৮ বছর বয়সে পিতার মৃত্যুর পর মায়ের সাথে ফুটপাথে খাবার বিক্রি করার পাশাপাশি পড়াশুনা চালিয়ে যান। পরিবারে ৫ ভাইবোনের সাথে দারিদ্রতার সাথে যুদ্ধ করে একসময় পড়াশুনা শেষ করার পর আইনজীবী হিসেবে পেশা শুরু করেন।

পাঁচ সন্তানের জননী হালিমা শাসক দল পিপলস অ্যাকশন পার্টির কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০১ সালে এমপি নির্বাচিত হন। ২০১১ সালে প্রতি মন্ত্রী, ২০১২ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের স্পীকার নির্বাচিত হন। ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য স্পিকার পদ থেকে ইস্তফা দেন। প্রেসিডেন্ট নির্বাচনের একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় তাকেই প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচনী কর্মকর্তা।

শেয়ার করুন: