মহররম

৩ মহররম: যেদিন ফোরাত অবরোধ করেছিল ইয়াজিদী সেনারা

৬০ হিজরির জিলহজ মাসের ৮ তারিখ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন ঈমাম হোসাইন। পথিমধ্যে কারবালায় ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইন ও তার সঙ্গীদের পথ আটকে দেয়।

আর হিজরি ৬১ সালের মহররমের ৩ তারিখ আজকের এই দিনে নবী পরিবারের জন্য পানি সরবরাহ বন্ধের উদ্দেশ্যে ফোরাত নদী অবরোধ করা হয়। অষ্টদিবস অনাহারে এবং সাতদিন পিপাসার্ত থাকার পর ১০ মহররম ইমাম হোসেন ইয়াজিদী বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের সিদ্ধান্ত দেন।

শেয়ার করুন: