রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকার পাশে নারায়ণগঞ্জ, রাজশাহী, নেত্রকোনা, নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৪।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজন বাইরে এসে সড়কে অবস্থান নেন। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ ভারতের আসামে। এতে আসাম সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়েও। সকালে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে আইএলও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এ সময় প্রতিমন্ত্রী কয়েকবার বের হয়ে যেতে চান। কিন্তু দ্রুত সে আতঙ্ক কেটে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

শেয়ার করুন: