খাট

খাটের নিচে যে ৬টি জিনিস রাখলেই ফিরবে সুদিন

সারাদিনের ক্লান্তির পর রাতে তো ঘুমাতে যান। কিন্তু জানেন কী যে ঘুমানোর সময় বিছানার তলায় কিছু জিনিস রেখে শুলে, জীবনের যেকোনও সমস্যা সমাধান হয়ে যায়। জীবনে মানুষ দু’ধরনের সমস্যার সম্মুখীন হয়। প্রথমত ‘কর্ম’-এর ফলে। দ্বিতীয়ত অবুঝ ভাবে কোনও ভুল করে ফেললে। কিন্তু সব সমস্যাই সমাধান হবে যদি এই জিনিসগুলি বিছানার তলায় রাখেন। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সেই ৬টি জিনিষ সম্পর্কে-

১) একটি তামার পাত্রে করে পানি রেখে দিন খাটের নিচে বা খাটের পাশে। ২) লাল চন্দন কাঠ রাখুন বিছানার তলায়। ৩) রূপার পাত্রে করে পানি রেখে দিন। আর নাহলে রূপার গয়না পরে ঘুমান। ৪) কুন্ডলীতে দশা থাকলে সোনা বা রূপার গয়না বালিশের নিচে রাখুন। ব্রোঞ্জের পাত্রে পানি রাখুন খাটের নিচে ভালো ফলাফলের জন্য। ৫) বালিশের তলায় জোড়া রূপার মাছ রাখুন। নাহলে একটি পানির পাত্রে জোড়া রূপোর মাছ রাখুন। ৬) একটি লোহার পাত্রে করে ২১ দিন পানি রাখুন। অশুভ ছায়া কেটে যাবে।

শেয়ার করুন: