পুরুষ

আপনি কত দিন বাঁচবেন?

২০১৬ সালে যারা জন্মগ্রহণ করেছেন তারা পঁচিশ বছর আগে জন্মগ্রহণকারীদের থেকে সাত বছর বেশি বাঁচবেন। আপনার বয়সী একজন মানুষ কোন দেশে কতদিন বাঁচতে পারেন, কিংবা বাকি জীবনের কতটা সুস্থ থাকতে পারেন - তা দেখতে হলে আপনার তথ্যগুলো পূরণ করুন।

আপনি যদি সম্ভাব্য গড় আয়ুর ক্যালকুলেটরটি দেখতে না পারেন, তাহলে এখানে ক্লিক করুন। গ্লোবাল বার্ডেন অফ ডিজেস স্টাডি'র সর্বশেষ উপাত্ত থেকে এই হিসাবটি করা হয়েছে। বয়স, লিঙ্গ এবং দেশ অনুযায়ী একজন ব্যক্তির কত বছর বাঁচার সম্ভাবনা থাকে সেটি হলো সম্ভাব্য আয়ু। সম্ভাব্য গড় আয়ু হিসেব করতে গ্লোবাল বার্ডেন অফ ডিজেস স্টাডি বিভিন্ন বয়সে একটি দেশের মৃত্যুহার ব্যবহার করেছে।

সম্ভাব্য বাকি জীবনে একজন ব্যক্তি কত বছর সুস্থতা আশা করতে পারেন তার উপর ভিত্তি করে 'আপনি কত বছর সুস্থভাবে বাঁচার আশা করতে পারেন' তা নির্ণয় করা হয়েছে। ফলাফলে মৃত্যুহার এবং অক্ষমতাকে ধ্রুবক হিসেবে ধরা হয়েছে। ক্যালকুলেটরটি তৈরি করেছেন: টম কালভার, নাসোস স্টেলিয়ানাও, বেকি ডেল, নিক ট্রিগল, র‍্যানসাম পিনি, প্রিনা সাহা, জো রীড এবং এলিনোর কেইন।

শেয়ার করুন: