প্রশ্ন: চিঠিতে সালাম দিলে সেই সালামের উত্তর কি মুখে উচ্চারণ করতে হবে নাকি চিঠিতে লিখে দিতে হবে? উত্তর: না, তখন বলতে হবে ‘ওয়ালাইহিস সালাম’। যে ব্যক্তি সালাম দিয়েছেন, উনার সালাম পাঠ করার পর যিনি পড়ছেন তিনি বলবেন ‘ওয়ালাইহিস সালাম’ অর্থাৎ তাঁর ওপরও শান্তি বর্ষিত হোক। অথবা ‘ওয়ালাইকা সালামও’ বলা যেতে পারে।
উপস্থিত নেই এই জন্য ‘ওয়ালাইহিস সালাম’ বলাই উত্তম। চিঠির বাইরেও যদি কেউ কারো মাধ্যমে সালাম পাঠায় বা ফোনে বলায় যে আপনাকে ‘অমুক’ সালাম দিয়েছে তখন বলবে ‘ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম’ আপনার ওপরে এবং তাঁর ওপরেও শান্তি বর্ষিত হোক।